Contact Me

Contact w3cibrahim

Powered byEMF Contact Form
Report Abuse

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

Invite All Facebook Friends Together To Your Fanpage

Today I will Discuss how to Invite All your Facebook friends at Once. If we want to invite friends to facebook page. We have to select one after another. It's boring and kill your most valuable time. If We can select all friends at once. It will better for us to invite them easily and earlier.



First Go to your page and click Build Audience.
Click Invite Friends...


Invite All Facebook Friends Together To Your Fanpage
Invite All Facebook Friends Together To Your Fanpage



 It will apear a box....
now select Search All friends and go to the last of the friends.
Invite All Facebook Friends Together To Your Fanpage
Invite All Facebook Friends Together To Your Fanpage




Now you have to do the main work
if you use mozila firefox Then press
Ctrl+Shift+K
A box will appear,
Now Copy the Bellow <!--  --> Code and Past it to the below of the box.








It will look like bellow.
Now wait untill all friends are selected.
Then Click Submit.
All friends will be Invited.
Wait untill all are invited
If you have any other problem tell on comments. 


Invite All Facebook Friends Together To Your Fanpage
Invite All Facebook Friends Together To Your Fanpage


All Of Your Friends All can invite their friends to like your page:
See it Here




ফেসবুক পেইজে সব বন্ধুকে একসাথে Invite করুন:


­­­­­­Invite theke>recent interaction>Search All Friends
এ যান। এবার এক্কেবারে ফ্রেন্ডলিস্টের শেষে চলে যান।
Press>>Ctrl+Shift+K(Firefox)
Or>>Ctrl+Shift+J(Chrome)
এবার নিচের <!--  -->কোডটি Past করুন:


কিছুক্ষণ অপেক্ষা করুন:
এবার দেখুন সব ফ্রেন্ড সিলেক্ট হয়ে গেছে।
এবার সাবমিট এ ক্লিক করুন।
ফেসবুক সম্র্পকে আরো টিপস্ পেতে ভিজিট করুন:
ধন্যবাদ সবাইকে
 


 

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব-aaj mon cheyeche ami hariye jabo by Lota mungeshkor



আজ মন চেয়েছে(শিরোনাম)
কথা/সুর: লতা মুঙ্গেশকর

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে

কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শুনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বুনা
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে।
তাই যা দেখি আজ সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে ছন্দ রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে..
..আজ মন চেয়েছে….
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব-aaj mon cheyeche ami hariye jabo by Lota mungeshkor
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব-aaj mon cheyeche ami hariye jabo by Lota mungeshkor

আজ দুজনার দুটি পথ ওগো-aaj dujoner duti poth by Hemonto Mukharji



আজ দুজনার দুটি (শিরোনাম)
কথা/সুর: হেমন্ত মুখোপাধ্যায়

আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।
তোমার পথ আলোয় ভরানো জানি
আমার পথ আঁধারে আছে যে ঢেকে…আজ.
সেই শপথের মালা খুলে
আমারে গেছ যে ভুলে
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে..আজ
আমার কূল ছাড়ি
তব বিশ্বরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি।
আজ যতবার দীপ জ্বালি
আলো নয় পাই কালি
বেদনা তবু সহি হাসি মুখে
নিজেরে লুকায়ে রেখে

আজ চঞ্চল মন যদি-aaj Chanchal mon jodi by Sondha Mukharjee




আজ চঞ্চল মন (শিরোনাম)
কথা/সুর: সন্ধ্যা মুখার্জী

আজ চঞ্চল মন যদি
মৌমাছি হয়ে চায় ক্ষতি কি।
গুনগুন সুরে যদি
সারারাত গান গায় ক্ষতি কি।।
সেই সুরে ফোটে
ফুল ফুটুক না।
সেই গানে ওঠে
চাঁদ উঠুক না।
যদি স্বপ্নে দুটি আঁখি
ভরে যেতে চায় ক্ষতি কি।।
এই রাতে জোনাকী
যত জ্বলুক না।
সেই সাথে হাওয়া
কথা বলুক না।
এই মন যদি মন থেকে
আজ ছুটি পায়ক্ষতি কি

আজ চঞ্চল মন যদি-aaj Chanchal mon jodi by Sondha Mukharjee
আজ চঞ্চল মন যদি-aaj Chanchal mon jodi by Sondha Mukharjee

আজ এই দিনটাকে-aj ae dintaake moner khatai-by Kishor Kumar



আজ এই দিনটাকে (শিরোনাম)
কথা/সুর: কিশোর কুমার

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখ
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাক…আজ এই..
হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁক…আজ এই..
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসা বাসি
শুধু গান আর হাসাহাসি…আজ এই..
রঙের বরষা
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাক

আজ এই দিনটাকে-aj ae dintaake moner khatai-by Kishor Kumar
আজ এই দিনটাকে-aj ae dintaake moner khatai-by Kishor Kumar


আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo

শিরোনাম:
আজ আছি কাল কোথায় রব


আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo
আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo

আজ আছি কাল কোথায় রব
কোথায় রব কে জানে
কাল কি হবে তাই ভেবে আর
মিছেই কেন আকুল হব..(আবার)
আনন্দ আর গানে গানে
টি দিন কাটিয়ে যাও..
জীবনের এই পাঠশালাতে
পাঠশালাতে উৎসবে প্রাণ মিটিয়ে নাও..
ক্ষণিক হলেও দুজনারে
দুজন কিনে লব..(ঐ)
তুমি আমি রব না তো কেউ
আয়ুর প্রদীপ হবে ক্ষীণ
তাই তো বলি হেসে খেলে
মন ভরিয়ে যাক না দিন
আছি দুজন সবার চেয়ে
এই তো অভিনব.. ..(ঐ)
 

আছেন আমার মোক্তার-achen amar moktar

শিরোনাম:
আছেন আমার মোক্তার



আছেন আমার মোক্তার..
আছেন আমার ব্যারিস্টার..
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার..(আবার)
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই?
দুই কান্দে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী
দলিল দেইখা রায় দিবেন
টাকা-পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুঁশিয়ার..(আবার)
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুঁশিয়ার...(আবার)

আছেন আমার মোক্তার-achen amar moktar
আছেন আমার মোক্তার-achen amar moktar

 

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়-achcha keno manus gulo emon hoye jai



শিরোনাম: আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়

আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়?
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়?
দিন বদলের খেলাতে,
মন বদলের মেলাতে,
মানুষগুলো দিনে দিনে..
বদলে কেন যায়?
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে,
মন বদলের মেলাতে,
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়?
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়..
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়-achcha keno manus gulo emon hoye jai
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়-achcha keno manus gulo emon hoye jai

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম-age jodi jantam tobe mon fire chaitam

শিরোনাম:
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম



আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই
জ্বালা আর প্রাণে সহে না
মন রেএএএ
কিসের
তরে রয়ে গেলি তুইইইই…ঐ
বলেছিলি
তুই যে আমায়
আমি
নাকি ভুলে যাবো
ভুলে
আমি ঠিকই তো যেতাম
পোড়া
মনে তোরই কথা
বারে
বারে বেজে ওঠে
তাই
তোকে আর ভোলা হলো না রে
এই
জ্বালা আর প্রাণে সহে না রে….ঐ
জানি না
কেনো যে আমায়
একা
ফেলে চলে গেলি
ভুলেও
কি মনে পড়ে না
তোরই
মতো কোনদিনও
আমিও
যে ভুলে যাবো
তবু
এই জ্বালা প্রাণে সইবো না রে
এই
জ্বালা আর প্রাণে সহে না

aage jodi jantam tobe mon fire chaitam
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

 

আকাশের হাতে আছে এক রাশ নীল-Akasher Haate ache akrash nil





শিরোনম:আকাশের হাতে আছে এক রাশ নীল

আকাশের হাতে আছে এক রাশ নীল..
বাতাসের আছে কিছু গন্ধ,
রাত্রির গায়ে জ্বলে জোনাকী..
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার দহাত শুধু রিক্ত
আমার দুচোখ জলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার দুয়ার হলো বন্ধ।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার..
লজ্জা প্রহরে কেন
খোলে নাকো দ্বার
জানি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব..
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব
আকাশের হাতে আছে..
akasher haate ache akrash neel
আকাশের হাতে আছে এক রাশ নীল

আকাশ প্রদীপ-akash prodip jole

Hi all Friends
This is old songs "Akash Prowdip Jole"
See the bangla Song and as well as Image

শিরোনাম: আকাশ প্রদীপ

আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে..
আমার নয়ন 2টি শুধু তোমাকে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে(২)
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী।
দূর অজানার পারে,
আকুল আশার খেয়া বেয়ে
কত কাল আর কত কাল…
এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া,
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোন রাতে মনে কি গো পড়বে?
ব্যথা হয়ে আখি জল ঝরবে..
বাতাস আকুল হবে..
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
 আকাশ প্রদীপ-akash prodip jole

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

পরিচয়-শিরোনামহীন-বন্ধ জানালা-porichoy By Shironamheen, Album: bondho Janala-দেহের ভেতর রাখলাম যারে



পরিচয়(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:শিরোনামহীন
অ্যালবাম:বন্ধ জানালা

দেহের ভেতর রাখলাম যারে…
সে আমার থাকলো নারে…
খাচার পাখি কখন কি আর মনের পাখি হয়..
তোমার আমার এই পরিচয়, সত্যি কি আর হয়..


কথায় কথায় মনের ছায়া
মিথ্যে আশায় দিচ্ছে মায়া
অবাক আলোয় বনের পাখি মনের কথা কয়।
বনের পাখি খাচায় থাকে এমন কি আর হয়…
তোমার আমার এই পরিচয় সত্যি কি আর হয়..

লালন বলে খাচার কি দোষ দুয়ার থাকিলে খোলা..
মনের দুয়ার বন্ধ হলে সময় যে সব যাবে চলে..
লোহার খাচার ছোট্ট ঘরে কোন পাখি কি আর রয়?
আট কুঠুরী নয় দরজা সে তো খোলার নয়..
তোমার আমার এই পরিচয় সত্যি কি আর হয়?

দেহের ভেতর রাখলাম যারে…  সে আমার থাকলো নারে…  খাচার পাখি কখন কি আর মনের পাখি হয়..  তোমার আমার এই পরিচয়, সত্যি কি আর হয়
পরিচয়-শিরোনামহীন-বন্ধ জানালা-porichoy By Shironamheen, Album: bondho Janala-দেহের ভেতর রাখলাম যারে

পাখি-শিরোনামহীন-একা পাখি বসে আছে শহুরের দেওয়ালে-Eka Pakhi by Shironamhin



পাখি(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:শিরোনামহীন
অ্যালবাম:ইচ্ছে ঘুড়ি।

একা পাখি বসে আছে শহুরের দেওয়ালে..
শিষ দিয়ে গান গায় দুসর খেয়ালে..
তার ফেলে আসা আনমনা শিষ এই শহরের সব রাস্তায়..
ধোয়াটে বাতাসে নালিশ রেখে যায়..

আমি দেখিনি আমি শুনিনি..আমি বলিনি অনেক কিছু..
জানিনি আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু..
দেখিনি আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু..জানি নি আমি বুঝিনি তবু ছুটেছিইইইই তোমার পিছু..

আনমনা বসে দেওয়ালে পাখি নিবার্ক চোখ রাস্তায়..
ধোয়াটে শহরের উষ্ণতা বাড়ে না।
আনমনা চোখ, অবুঝ ঠোট মনের দরজায়..
আঙ্গুল রাখে না..

কিছু সুর তুমি এনে দাও পাখি এই নাগরিক কোলাহলে..
গান গাও তুমি শিষ দাও শহুরের দেওয়ালে..
ভুলে যাও পাখি শহুরের যত ব্যস্ত যত কথা..
আমি এসেছি তোমার কাছে দাও স্বাধীনতা..

দেখিনি আমি শুনিনি…..
একা পাখি বসে আছে শহুরের দেওয়ালে
পাখি-শিরোনামহীন-একা পাখি বসে আছে শহুরের দেওয়ালে-Eka Pakhi by Shironamhin


জাহাজী-শিরোনামহীন-চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা-Jahazi by Shironamheen-Chena Shohor Ochena rasta Porichito Dhaka



জাহাজী(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:তুহিন
অ্যালবাম:জাহাজী

চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা।
ভেসে যাচ্ছি চোখে আলো জেলে, জাহাজীর মত একা।
ঝরে চুন-সুরকী, শরীরের দেয়াল।
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে অনেক উঠে থেমে,
শেষ চাদটায় দেখি নীল।
এরি মাঝে নকশা, সাদা আলোর সাদা শঙ্খচীল।

জাহাজীর কাছে ভিশন সত্য সেই,
পথ তাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই।

পথের ধারে দাড়িয়ে আছে, শুকনো দালান।
দোকানের নাম, তারপর, আমাদের ভুবন এ স্বাগতম।
বুঝতে কিছু সময় লাগে সেই,
স্বাগতম তাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে।

আমাদের শেশবের মত দামী, আমার কান্না ঝরানো গান।
মাথা উচু সেন্ট গ্রেগরী আমার সময়ের টানে অম্লান।
আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গা-চুরা নি:শ্বাস,
ব্রাদার চার্লস এর চুয়িংগাম, আমার রক্ত আমার ঘাম।
আমার লাস্ট বাস এ বাড়ী ফেরা, মাথা তুলবার তারা,
আমার জাহাজের পাটাতন, চেরা নোংগর, চেরা মন,
চেরা নোংগর….

জাহাজীর কাছে ভিশন সত্য সেই পথ তাই যাওয়া..
এর আর কোন ফিরে আসা নাই…
Jahaji-Jahazi-Zahaji by Shironamhin-Chena Shohor chena rasta porichito dhaka
জাহাজী-শিরোনামহীন-চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা-Jahazi by Shironamheen-Chena Shohor Ochena rasta Porichito Dhaka 


এখনি সময়-শিরোনামহীন-Akhoni Somoy by Shironamheen



এখনি সময়(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:তুহিন
অ্যালবাম:জাহাজী
এখনি সময়, পাড়ি দিতে দিগন্ত।
কতদুর যেতে হবে
সিমানা অজানা, অচেনা পথে..
কতদুর যেতে হবে.
যেতে পারো তোমরাও যেতে পারো বহুদুর জেনে যাও নিশ্চিত পরাজয়।
বহুদুর সিমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বেনা তোমায়।

লাল নীল গল্পে তোমাদের দেখা যায়।
তোমাদের পরাজয়,..আমাদের গল্প হয়ে যায়।
গল্পে তোমরাও যেতে পারো সিমানায়
সিমানার সংঘাত ছাড়বেনা ছাড়বেনা তোমায়..

লাল নীল লাল গল্পে ছন্দে গল্পে যাবে যদি অজানায়।
যেতে পারো তুমি সঙ্গী রাজপথ যাবে যদি সিমানায়।
বন্ধু তুমি জানো যেতে হবে কতদুর।
কতদুর বহুদুর যেতে হবে কতদুর
যেতে পারো তোমরাও যেতে পারো বহুদুর জেনে যাও নিশ্চিত পরাজয়।
বহুদুর সিমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়।

লাল নীল গল্পে তোমাদের দেখা যায়।
তোমাদের পরাজয়……
এখনি সময়, পাড়ি দিতে দিগন্ত
Ekhoni Somoy-Ekhoni Somoy by Shironamheen