আজ মন
চেয়েছে(শিরোনাম)
কথা/সুর:
লতা মুঙ্গেশকর
আজ মন চেয়েছে
আমি হারিয়ে
যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শুনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বুনা
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে।
তাই যা দেখি আজ সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে ছন্দ রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে..
..আজ মন চেয়েছে….
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব-aaj mon cheyeche ami hariye jabo by Lota mungeshkor |
ki likho?
উত্তরমুছুনSong :- Aaj Mon Cheyechhe
Singer :- Lata Mangeshkar
Music Director :- Sudhin Dasgupta
Lyricist :- Pulak Banerjee
This excellent song "Aj Mon Cheyechhe.." is liked to listen again and again.
উত্তরমুছুনMany thanks to the champion artiste Lataji.
From: Narayan Chandra Roy, Dum Dum, Kolkata.
উত্তরমুছুনThe excellent as well as heart-touching song "Aj Mon Cheyechhe..." is liked to listen again and again.
Many thanks to the champion artiste Lataji.
যেমন সুন্দর গান, সুর, গায়কী আর সেই রকম কথা।
উত্তরমুছুনএক কথায় অপূর্ব।