Contact Me

Contact w3cibrahim

Powered byEMF Contact Form
Report Abuse

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম-age jodi jantam tobe mon fire chaitam

শিরোনাম:
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম



আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
এই
জ্বালা আর প্রাণে সহে না
মন রেএএএ
কিসের
তরে রয়ে গেলি তুইইইই…ঐ
বলেছিলি
তুই যে আমায়
আমি
নাকি ভুলে যাবো
ভুলে
আমি ঠিকই তো যেতাম
পোড়া
মনে তোরই কথা
বারে
বারে বেজে ওঠে
তাই
তোকে আর ভোলা হলো না রে
এই
জ্বালা আর প্রাণে সহে না রে….ঐ
জানি না
কেনো যে আমায়
একা
ফেলে চলে গেলি
ভুলেও
কি মনে পড়ে না
তোরই
মতো কোনদিনও
আমিও
যে ভুলে যাবো
তবু
এই জ্বালা প্রাণে সইবো না রে
এই
জ্বালা আর প্রাণে সহে না

aage jodi jantam tobe mon fire chaitam
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

 

২টি মন্তব্য: