শিরোনাম:
আছেন আমার মোক্তার
আছেন আমার মোক্তার
আছেন আমার মোক্তার..
আছেন আমার ব্যারিস্টার..
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার..(আবার)
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই?
দুই কান্দে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী
দলিল দেইখা রায় দিবেন
টাকা-পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুঁশিয়ার..(আবার)
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুঁশিয়ার...(আবার)
আছেন আমার ব্যারিস্টার..
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার..(আবার)
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই?
দুই কান্দে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী
দলিল দেইখা রায় দিবেন
টাকা-পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুঁশিয়ার..(আবার)
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুঁশিয়ার...(আবার)
আছেন আমার মোক্তার-achen amar moktar |
Nice song
উত্তরমুছুনnice
উত্তরমুছুনNice... Refrainbd.com | New Song And Dj Remix
উত্তরমুছুনawesome lyrics
উত্তরমুছুনget more song n video
get a latest muzic Lyrics here
Nice Post
উত্তরমুছুনHDLove24.Com | New Song And Dj Remix