শিরোনাম: আচ্ছা কেন মানুষগুলো
এমন হয়ে
যায়
আচ্ছা কেন মানুষগুলো
এমন হয়ে
যায়?
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়?
দিন বদলের খেলাতে,
মন বদলের মেলাতে,
মানুষগুলো দিনে দিনে..
বদলে কেন যায়?
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে,
মন বদলের মেলাতে,
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়?
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়..
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়?
দিন বদলের খেলাতে,
মন বদলের মেলাতে,
মানুষগুলো দিনে দিনে..
বদলে কেন যায়?
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে,
মন বদলের মেলাতে,
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়?
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়..
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়-achcha keno manus gulo emon hoye jai |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন