Hi all Friends
This is old songs "Akash Prowdip Jole"
See the bangla Song and as well as Image
This is old songs "Akash Prowdip Jole"
See the bangla Song and as well as Image
শিরোনাম: আকাশ প্রদীপ
আকাশ প্রদীপ জ্বলে
দূরের তারার
পানে চেয়ে..
আমার নয়ন 2টি
শুধু তোমাকে
চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে(২)
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী।
দূর অজানার পারে,
আকুল আশার খেয়া বেয়ে
কত কাল আর কত কাল…
এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া,
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোন রাতে মনে কি গো পড়বে?
ব্যথা হয়ে আখি জল ঝরবে..
বাতাস আকুল হবে..
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
ব্যথার বাদলে যায় ছেয়ে(২)
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী।
দূর অজানার পারে,
আকুল আশার খেয়া বেয়ে
কত কাল আর কত কাল…
এই পথচলা ওগো চলবে,
কত রাত এই হিয়া,
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে।
কোন রাতে মনে কি গো পড়বে?
ব্যথা হয়ে আখি জল ঝরবে..
বাতাস আকুল হবে..
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।
Ek jaygay vul...
উত্তরমুছুনWho wrote or composed this song?
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুন