শিরোনম:আকাশের হাতে আছে
এক রাশ
নীল
আকাশের হাতে আছে
এক রাশ
নীল..
বাতাসের আছে কিছু গন্ধ,
রাত্রির গায়ে জ্বলে জোনাকী..
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার এ দহাত শুধু রিক্ত
আমার এ দুচোখ জলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার..
লজ্জা প্রহরে কেন
খোলে নাকো দ্বার
জানি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব..
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব
বাতাসের আছে কিছু গন্ধ,
রাত্রির গায়ে জ্বলে জোনাকী..
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার এ দহাত শুধু রিক্ত
আমার এ দুচোখ জলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার..
লজ্জা প্রহরে কেন
খোলে নাকো দ্বার
জানি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব..
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব
আকাশের হাতে আছে..
আকাশের হাতে আছে এক রাশ নীল |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন