পাখি(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:শিরোনামহীন
অ্যালবাম:ইচ্ছে ঘুড়ি।
একা পাখি বসে আছে শহুরের
দেওয়ালে..
শিষ দিয়ে গান গায় দুসর
খেয়ালে..
তার ফেলে আসা আনমনা শিষ এই
শহরের সব রাস্তায়..
ধোয়াটে বাতাসে নালিশ রেখে
যায়..
আমি দেখিনি আমি শুনিনি..আমি
বলিনি অনেক কিছু..
জানিনি আমি বুঝিনি, তবু
ছুটেছি তোমার পিছু..
দেখিনি আমি শুনিনি, আমি
বলিনি অনেক কিছু..জানি নি আমি বুঝিনি তবু ছুটেছিইইইই তোমার পিছু..
আনমনা বসে দেওয়ালে পাখি
নিবার্ক চোখ রাস্তায়..
ধোয়াটে শহরের উষ্ণতা বাড়ে
না।
আনমনা চোখ, অবুঝ ঠোট মনের
দরজায়..
আঙ্গুল রাখে না..
কিছু সুর তুমি এনে দাও পাখি
এই নাগরিক কোলাহলে..
গান গাও তুমি শিষ দাও শহুরের
দেওয়ালে..
ভুলে যাও পাখি শহুরের যত
ব্যস্ত যত কথা..
আমি এসেছি তোমার কাছে দাও
স্বাধীনতা..
দেখিনি আমি শুনিনি…..
Aka pakhi
উত্তরমুছুনI LIKE
Awesome song.....
উত্তরমুছুনDokhin...
উত্তরমুছুন