Contact Me

Contact w3cibrahim

Powered byEMF Contact Form
Report Abuse

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

ইচ্ছে ঘুড়ি-শিরোনামহীন-এই হাওয়ায় উড়াও তুমি তোমার যত ইচ্ছে ঘুড়ি-Ichche Ghuri-Shironamheen-Ai Hawai Urao Tumi



ইচ্ছে ঘুড়ি(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:শিরোনামহীন
অ্যালবাম:ইচ্ছে ঘুড়ি

এই হাওয়ায় উড়াও তুমি তোমার যত ইচ্ছে ঘুড়ি।
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি।
সূরয বসাও আকাশের নীল, ইচ্ছের রং গোলাপী হলে
দিগন্ত রেখায় সুরয নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হঠাত খেয়ালি এই ঝড়ো হাওয়ায়, উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি।
উড়াও উড়াও সুতোর টানে, আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের তীরে, তোমার সব ইচ্ছে উড়ে।
আকাশ খেয়ালী মনে, হারায় কিছু না জেনে।

তোমার সুতোয় বাধা আকাশ, ঝড়ো হাওয়ায় তার রং হারালে
নিরবাক ইচ্ছে আচমকা দিশেহারা…
এই আলোয় হাটছো একা, সঙ্গি করে আমায় তুমি.
বেয়াড়া যতো মেঘের ছায়া, করেছে চুরি স্বপ্নভুমি।
নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুরি যাচ্ছে চলে
শুতর বাধা ছাড়িয়ে আকাশ, অন্ন ভুবন দেখবে বলে।

হঠাত খেয়ালী এই ঝড়ো হাওয়ায়, ভাংছে তোমার মেঘলা রেখা
উড়াও উড়াও সুতোর টানে, আকাশ আবার হবে যে দেখা।
Ichche Ghuri Album
Isse Guri-Ichche Ghuri-Shironamheen
Title:Ichche Ghuri
Album:Ichche Ghuri
Artist: Shironamheen
Ae hawai Urao tumi tomar Joto Ichche Ghuri
Chupi Chupi Megher Mela Tomar Akash Korche Churi
Surjo bosao Akasher nil, Ichcher Rong Gopali Hole
Digonto Rekhai Surjo chole Basto somoy Jachche Chole

This is most favourite song by Bangladeshi Artist Shironamheen. The Main Vocal Of Shironamheen Brand is Tuhin.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন