Contact Me

Contact w3cibrahim

Powered byEMF Contact Form
Report Abuse

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo

শিরোনাম:
আজ আছি কাল কোথায় রব


আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo
আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo

আজ আছি কাল কোথায় রব
কোথায় রব কে জানে
কাল কি হবে তাই ভেবে আর
মিছেই কেন আকুল হব..(আবার)
আনন্দ আর গানে গানে
টি দিন কাটিয়ে যাও..
জীবনের এই পাঠশালাতে
পাঠশালাতে উৎসবে প্রাণ মিটিয়ে নাও..
ক্ষণিক হলেও দুজনারে
দুজন কিনে লব..(ঐ)
তুমি আমি রব না তো কেউ
আয়ুর প্রদীপ হবে ক্ষীণ
তাই তো বলি হেসে খেলে
মন ভরিয়ে যাক না দিন
আছি দুজন সবার চেয়ে
এই তো অভিনব.. ..(ঐ)
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন