শিরোনাম:
আজ আছি কাল কোথায় রব
আজ আছি কাল কোথায় রব
আজ আছি কাল কোথায় রব-aj achi kal kothai robo |
আজ আছি কাল
কোথায় রব
কোথায় রব কে জানে
কাল কি হবে তাই ভেবে আর
মিছেই কেন আকুল হব..(আবার)
আনন্দ আর গানে গানে
এ ক’টি দিন কাটিয়ে যাও..
জীবনের এই পাঠশালাতে
পাঠশালাতে উৎসবে প্রাণ মিটিয়ে নাও..
ক্ষণিক হলেও দু’জনারে
দুজন কিনে লব..(ঐ)
তুমি আমি রব না তো কেউ
আয়ুর প্রদীপ হবে ক্ষীণ
তাই তো বলি হেসে খেলে
মন ভরিয়ে যাক না দিন
আছি দুজন সবার চেয়ে
এই তো অভিনব.. ..(ঐ)
কোথায় রব কে জানে
কাল কি হবে তাই ভেবে আর
মিছেই কেন আকুল হব..(আবার)
আনন্দ আর গানে গানে
এ ক’টি দিন কাটিয়ে যাও..
জীবনের এই পাঠশালাতে
পাঠশালাতে উৎসবে প্রাণ মিটিয়ে নাও..
ক্ষণিক হলেও দু’জনারে
দুজন কিনে লব..(ঐ)
তুমি আমি রব না তো কেউ
আয়ুর প্রদীপ হবে ক্ষীণ
তাই তো বলি হেসে খেলে
মন ভরিয়ে যাক না দিন
আছি দুজন সবার চেয়ে
এই তো অভিনব.. ..(ঐ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন