Contact Me

Contact w3cibrahim

Powered byEMF Contact Form
Report Abuse

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

আজ চঞ্চল মন যদি-aaj Chanchal mon jodi by Sondha Mukharjee




আজ চঞ্চল মন (শিরোনাম)
কথা/সুর: সন্ধ্যা মুখার্জী

আজ চঞ্চল মন যদি
মৌমাছি হয়ে চায় ক্ষতি কি।
গুনগুন সুরে যদি
সারারাত গান গায় ক্ষতি কি।।
সেই সুরে ফোটে
ফুল ফুটুক না।
সেই গানে ওঠে
চাঁদ উঠুক না।
যদি স্বপ্নে দুটি আঁখি
ভরে যেতে চায় ক্ষতি কি।।
এই রাতে জোনাকী
যত জ্বলুক না।
সেই সাথে হাওয়া
কথা বলুক না।
এই মন যদি মন থেকে
আজ ছুটি পায়ক্ষতি কি

আজ চঞ্চল মন যদি-aaj Chanchal mon jodi by Sondha Mukharjee
আজ চঞ্চল মন যদি-aaj Chanchal mon jodi by Sondha Mukharjee

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন