Contact Me

Contact w3cibrahim

Powered byEMF Contact Form
Report Abuse

মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

জাহাজী-শিরোনামহীন-চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা-Jahazi by Shironamheen-Chena Shohor Ochena rasta Porichito Dhaka



জাহাজী(শিরোনাম)
কণ্ঠ:শিরোনামহীন
কথা:তুহিন
অ্যালবাম:জাহাজী

চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা।
ভেসে যাচ্ছি চোখে আলো জেলে, জাহাজীর মত একা।
ঝরে চুন-সুরকী, শরীরের দেয়াল।
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে অনেক উঠে থেমে,
শেষ চাদটায় দেখি নীল।
এরি মাঝে নকশা, সাদা আলোর সাদা শঙ্খচীল।

জাহাজীর কাছে ভিশন সত্য সেই,
পথ তাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই।

পথের ধারে দাড়িয়ে আছে, শুকনো দালান।
দোকানের নাম, তারপর, আমাদের ভুবন এ স্বাগতম।
বুঝতে কিছু সময় লাগে সেই,
স্বাগতম তাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে।

আমাদের শেশবের মত দামী, আমার কান্না ঝরানো গান।
মাথা উচু সেন্ট গ্রেগরী আমার সময়ের টানে অম্লান।
আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গা-চুরা নি:শ্বাস,
ব্রাদার চার্লস এর চুয়িংগাম, আমার রক্ত আমার ঘাম।
আমার লাস্ট বাস এ বাড়ী ফেরা, মাথা তুলবার তারা,
আমার জাহাজের পাটাতন, চেরা নোংগর, চেরা মন,
চেরা নোংগর….

জাহাজীর কাছে ভিশন সত্য সেই পথ তাই যাওয়া..
এর আর কোন ফিরে আসা নাই…
Jahaji-Jahazi-Zahaji by Shironamhin-Chena Shohor chena rasta porichito dhaka
জাহাজী-শিরোনামহীন-চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা-Jahazi by Shironamheen-Chena Shohor Ochena rasta Porichito Dhaka 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন